শনিবার, ২০ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ খেলাধুলা কোপা আমেরিকায় আর্জেন্তিনার গ্রুপে অস্ট্রেলিয়া

কোপা আমেরিকায় আর্জেন্তিনার গ্রুপে অস্ট্রেলিয়া

৫:৩৪ অপরাহ্ন, ৪ ডিসেম্বর, ২০১৯

1575459251.jpg

আসন্ন কোপা আমেরিকার গ্রুপ লিগে আর্জেন্তিনার সঙ্গে লড়াই চালাতে হবে অস্ট্রেলিয়াকে৷ কাতার প্রতিদ্বন্দ্বিতা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে৷

২০২০ সালে যৌথভাবে কোপা আমেরিকা আয়োজন করবে আর্জেন্তিনা ও কলম্বিয়া৷ ১২ দলের টুর্নামেন্টে দক্ষিণ আমেরিকার ১০টি দল অংশ নেবে৷ অতিথি দল হিসাবে এবার কোপায় খেলতে নামবে অস্ট্রেলিয়া ও কাতার৷ ১২টি দলকে দু’টি গ্রুপে ভাঙা হয়েছে৷ প্রতিটি গ্রুপে ৬টি করে দল পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ অস্ট্রেলিয়া অন্যতম আয়োজক আর্জেন্তিনার সঙ্গে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে৷ ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজক কাতার ‘বি’ গ্রুপে স্থান পেয়েছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে৷

আর্জেন্তিনা ছাড়াও ‘এ’ গ্রুপে অস্ট্রেলিয়া খেববে,বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ের সঙ্গে, এশিয়ান চ্যাম্পিয়ন কাতার ‘বি’ গ্রুপে ব্রাজিল ছাড়াও মাঠে নামবে ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু ও অপর আয়োজক কলম্বিয়ার বিরুদ্ধে৷

এই প্রথমবার কোপা আমেরিকায় আমন্ত্রিত দল হিসাবে খেলতে নামবে অস্ট্রেলিয়া৷ কাতার গতবারও কোপা আমেরিকায় অংশ নিয়েছিল৷ দু’টি গ্রুপ থেকে চারটি করে দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে৷ ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে আর্জেন্তিনা মুখোমুখি হবে চিলির৷ বুয়েনস এয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ৷ ফাইনাল ম্যাচটি খেলা হবে কলম্বিয়ায়৷ নতুন বছরের ১২ জুন শুধু হবে পরবর্তী কোপা আমেরিকা৷ চলবে ১২ জুলাই পর্যন্ত৷

গ্রুপ-এ: আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, বলিভিয়া, উরুগুয়ে, চিলি ও প্যারাগুয়ে৷

গ্রুপ-বি: কলম্বিয়া, ব্রাজিল, কাতার, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও পেরু৷

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM