প্রচ্ছদ হাওরের রাজনীতি রেজওয়ান আহাম্মদ তৌফিকের বিশাল জয়
রেজওয়ান আহাম্মদ তৌফিকের বিশাল জয়
নিউজ ডেস্ক | ১০:৩১ অপরাহ্ন, ৭ জানুয়ারী, ২০২৪
নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ২ লাখ ৬ হাজার ৩ ভোটের বিশাল ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী, নির্বাচনে রেজওয়ান আহাম্মদ তৌফিক (নৌকা) ২ লাখ ৮ হাজার ৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আবু ওয়াহাব। তিনি পেয়েছেন ২ হাজার ৭৩৫ ভোট।