প্রচ্ছদ হাওরের রাজনীতি নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমপি তৌফিক
নির্বাচনী প্রচারণা শুরু করলেন এমপি তৌফিক
গোলাম রসূল | ৮:৩৪ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর, ২০২৩
গোলাম রসূল: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি কিশোরগঞ্জ-৪ আসনের বর্তমান সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। সোমবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর নির্বাচনী এলাকা অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নে গণসংযোগ ও পথসভার মাধ্যমে তিনি এ প্রচারণা শুরু করেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪ জানুয়ারি পর্যন্ত অষ্টগ্রাম, মিঠামইন ও ইটনার প্রতিটি এলাকায় তিনি নৌকার পক্ষে প্রচারণা চালাবেন। এরই অংশ হিসেবে আগামীকাল (মঙ্গলবার) অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ও দেওঘর ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করবেন রেজওয়ান আহাম্মদ তৌফিক। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম): আওয়ামী লীগ মনোনীত রেজওয়ান আহাম্মদ তৌফিক (নৌকা), বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী আ. মজিদ (ডাব), কৃষক শ্রমিক জনতা লীগের মো. শরীফুল আহসান (গামছা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মো. জয়নাল আবদিন (আম), জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব (লাঙ্গল) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. নছিম খাঁন (মোমবাতি)।