বৃহঃস্পতিবার, ২ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ পাকুন্দিয়া পাকুন্দিয়ায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, গ্রাম লকডাউন

পাকুন্দিয়ায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, গ্রাম লকডাউন

নিউজ ডেস্ক | ৭:০৫ অপরাহ্ন, ৭ এপ্রিল, ২০২০

1586264758.jpg

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের উপসর্গ নিয়ে সুমন আকন্দ (৩০) নামে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক রিপ্রেজেনটেটিভ মারা গেছে।

এ ঘটনায় উপজেলার নামাপুটিয়া গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, আজ মঙ্গলবার দুপুরে ১ টার দিকে পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামা পুটিয়া গ্রামের নিজ বাড়িতে সর্দি-কাশি ও জ্বর নিয়ে এ যুবক মারা যায়। সে গ্রামের আব্দুস হাসিবের ছেলে বলে জানা গেছে।

পরিবার, উপজেলা স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, সুমন কয়েকদিন ধরে জ্বর ও সর্দি-কাশি নিয়ে ভুগতেছিলেন।পাঁচ দিন আগে সে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে বিদায় করেন কর্তব্যরত চিকিৎসক।

কিন্তু সে কোয়ারেন্টিনে না মেনে এ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন। আজ মঙ্গলবার ওই ফার্মাসিউটিক্যালসের ওষুধ বাজারজাত কাজে মোটরসাইকেলে পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলায় যান। দুপুরে মোটরসাইকেলযোগে বাড়ির সামনে পর্যন্ত ফিরে এসে শ্বাসকষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এ ঘটনার পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের নামাপুটিয়া গ্রাম লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান বলেন, ঘটনায় নামাপুটিয়া গ্রামটিকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআর- এ পাঠানো হয়েছে।

এ ছাড়া তার পরিবার ও সংশ্লিষ্টদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

-সাতকাহন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM