শনিবার, ১৮ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ বিবিধ সাপ মারলেই পাওয়া যাচ্ছে টাকা!

সাপ মারলেই পাওয়া যাচ্ছে টাকা!

নিউজ ডেস্ক | ৮:২৭ অপরাহ্ন, ৭ ডিসেম্বর, ২০১৭

1512656844.jpg

চারদিকে বিশালকার বার্মিজ প্রজাতির পাইথন! দিন নেই, রাত নেই চলে আসছে লোকালয়ে। পরিস্থিতি মোকাবেলায় পাইথন মারার প্রকল্প ঘোষণা করেছে সাউথ ফ্লোরিডা ওয়াটার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ। ১৮ বছর হলে যে কেউ এই পাইথন নিধন কর্মসূচিতে যোগ দিতে পারবেন। পারিশ্রমিকও নির্দিষ্ট। প্রথম চার ফুটের জন্য ৫০ ডলার পাওয়া যাবে। এরপরে ফুট পিছু ২৫ ডলার পাবেন সাপের হত্যাকারী। 

তবে গত পাঁচ বছরে বন্যপ্রাণী সংক্রান্ত কোনও অপরাধ করে থাকলে সে এই কর্মসূচিতে যোগ দিতে পারবেন না।

এ ব্যাপারে সাউথ ফ্লোরিডা ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ স্বীকার করছেন, ‘‌সাপের বাড়বাড়ন্ত কমাতে এই কর্মসূচি অত্যন্ত সফল। এখন পর্যন্ত ৭৪৩টি সাপ মারা সম্ভব হয়েছে। ’‌ এই সাপগুলোর মধ্যে বেশ কয়েকটি সন্তান সম্ভবাও ছিল।

জানা গেছে, সবচেয়ে বড় সাপ মেরে রেকর্ড করেছেন জ্যাসন লিওন।

গত সপ্তাহে তাঁর জমা দেওয়া সাপটি ১৭ ফুট লম্বা এবং ওজন প্রায় ৬৪ কেজি। মিয়ামি থেকে ৪০ মাইল দূরে একটি জঙ্গল থেকে এই সাপটি পাওয়া যায়। হোমস্টেড ফিল্ড স্টেশনে সাপটিকে মাপার জন্য আনা হয়।

এ প্রসঙ্গে সাপ শিকারী লিওন বলেছেন, তিনি যখন পাইথনটিকে দেখেন সেটি পানিতে ডুবে ছিল। তাকে সেখান থেকে তুলে মাথায় গুলি করে মারা হয়।

সূত্র: বিডি প্রতিদিন

1 Comments


Warning: Undefined array key "datetime" in /home/vatirrani/public_html/comments.php on line 23
poshupakhi
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
লেখাটি পড়ে অনেক ভাল লাগল। এমন সুন্দর লেখা আরও পড়তে চাই।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM