শনিবার, ১৮ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ বিবিধ দশ মাসের শিশুর ওজন ২৮ কেজি!

দশ মাসের শিশুর ওজন ২৮ কেজি!

নিউজ ডেস্ক | ১০:০৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর, ২০১৭

1510545902.jpg

শিশুটির বয়স এখন মাত্র ১০ মাস। কিন্তু ওজন তার ৬২ পাউন্ড বা ২৮ কেজি। বয়স হিসাবে শিশুটির ওজন অবিশ্বাস্য। শিশুটির পরিবার মেক্সিকোর প্যাসিফিক কোস্ট স্টেটের টেকোমান অঞ্চলে থাকে।

লুইস ম্যানুয়েল গনজালেস নামের ওই শিশুর ওজন দিন দিন বেড়েই চলেছে। ডাক্তাররা জানিয়েছেন, শিশুটি প্রাডার-উইলি সিনড্রোম (পিডব্লিউএস) নামের রোগে ভুগছে।

শিশুটির মায়ের নাম ইসাবেল পান্তোজা ও বাবা ম্যারিও গনজালেস। তারা বলছেন, জন্মের সময় লুইসের ওজন ছিল ৩.৫ কেজি। দুই মাস পেরোতেই তার ওজন ১০ কেজিতে উঠে যায়। পরবর্তী আট মাসে ওজন পৌঁছায় ১৮ কেজিতে।

মা ইসাবেল জানান, ‘ভেবেছিলাম বুকের দুধ বেশি পরিমাণে পায় বলে শিশুটির ওজন বেড়ে যাচ্ছে। এখন তার চিকিৎসার জন্য অনেক খরচ লাগবে। এজন্য আর্থিক সহায়তা পেতে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। কারণ ম্যারিও গনজালেসের মাসিক আয় মাত্র ২০০ ডলার।’

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM