শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ বিবিধ মুজিববর্ষ উপলক্ষে চরমোনাই ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ

মুজিববর্ষ উপলক্ষে চরমোনাই ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষরোপণ

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক | ১০:৪৫ পূর্বাহ্ন, ২২ অক্টোবর, ২০২০

1603341921.jpg

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলার সদর উপজেলার চরমোনাই ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। 

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২১ অক্টোবর ২০২০ বুধবার এ কর্মসূচি পালন করা হয়। 

বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল। 

এ সময় তার সাথে চরমোনাই ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চরমোনাই ভূমি অফিস প্রাঙ্গণে আম, কাঠাল, জলপাই, আমড়া, ছফেদা, কামরাঙ্গা, লেবু ও পেয়ারাসহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM