বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ মুক্তমঞ্চ করোনা মহামারি ও মার্কেটিং কর্মীদের জীবন

করোনা মহামারি ও মার্কেটিং কর্মীদের জীবন

মোঃ নুরুল ইসলাম মোল্ল্যা (অনিক) | ১১:৫২ পূর্বাহ্ন, ৯ মে, ২০২১

1620539565.jpg
মোঃ নুরুল ইসলাম মোল্ল্যা (অনিক)

মোঃ নুরুল ইসলাম মোল্ল্যা (অনিক): করোনাকালীন অনেক কিছুই হচ্ছে। অনেকেই জব হারাচ্ছে। আবার অনেকে জব পাচ্ছে না। অনেকে আবার পড়াশুনায়ও পিছিয়ে যাচ্ছে। সব মিলিয়ে সাধারণ মানুষ কষ্টে আছে। মোট কথা কোন ডিপার্টমেন্টই ভালো নেই।

ব্যবসা, বানিজ্য, চাকুরি, পড়াশুনা, ছাত্র, শিক্ষক, ডাঃ, সাংবাদিকসহ সকল পেশার লোকজন, যানবাহন-বাস, সিএনজি, ট্রেন, লঞ্চ, ফ্যাক্টরি, কলকারখানা, মার্কেট, শপিংমল, সাধারণ দোকান পাট, নিত্যপন্য সামগ্রী এমনকি চা-দোকানদারও আজ হতাশ। 

এই হতাশার গ্লানি কখন শেষ হবে তা কেউ বলতে পারে না। আবার কেউ কেউ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভালো থাকার জন্য। আমাদের বাংলাদেশের জনগণ আমরা দেখেছি কিছু দিন আগে আমাদের পাশের দেশ ভারত এর করোনার অবস্থা। মৃত্যুর মিছিল যা ভাষায় প্রকাশ করার মত নয়। 

তাই আমরা যারা মার্কেটিং এ জব করি যতই সমস্যা থাকুক না কেন আমাদের কথা ধরুন এবং চিন্তা করুন। 

যানবাহন চলুক আর না চলুক আপনাকে যেতে হবে বাহিরে। অফিস থেকে বিভিন্ন জায়গায় যেতে বলছে। একবার চিন্তা করুন। আপনি যদি বাহিরে না যান, তাহলে এমন কি আপনার জবটাই হারাতে হবে। জব হারালে আপনার জীবিকা, আপনার পরিবারের কি হবে? তাই আমরা এই করোনা নামক মহামারী থেকে যতটুকু সম্ভব সচেতন হতে হবে মাস্ক এবং পরিধান করতে হবে।

সব শেষে বলতে চাই এই মহামারি কবে শেষ হবে তার সঠিক কোন সমাধান নাই। তাই আমরা যারা মার্কেটিং পেশায় আছি এই করোনা নামক শব্দটির সাথে যুদ্ধ করেই যেতে হবে। সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।  

মোঃ নুরুল ইসলাম মোল্ল্যা (অনিক), মার্কেটিং কর্মী, নকিয়া মোবাইল ফোন, চট্টগ্রাম বিভাগ।

1 Comments


Warning: Undefined array key "datetime" in /home/vatirrani/public_html/comments.php on line 23
Md Nurul Islam Molla
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
ধন্যবাদ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM