শুক্রবার, ১৭ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ মুক্তমঞ্চ হাওরে ধান কাটতে শ্রমিকের সংকট হবে কেন?

হাওরে ধান কাটতে শ্রমিকের সংকট হবে কেন?

কামরুল হাসান বাবু | ২:১৯ অপরাহ্ন, ১৩ এপ্রিল, ২০২০

1586765976.jpg

কামরুল হাসান বাবু: ধান কাটতে শ্রমিকের সংকট হবে কেন? হাজার হাজার মানুষ হাওরে ফিরে গেছে, আমরা সবাই কি কৃষকের সন্তান নই!!

শিক্ষিত হলেও বাবার পেশা আর নাম তো পরিবর্তন করবো না, নাকি করে দেবো ?

শহরে এসে তো শ্রম বিক্রি করি, ব্যবসা করি, ধান কাটা তো তারচেয়ে কম সম্মানের নয় । শহরে যারা শ্রমিক অথবা কর্মকর্তা তাদের বেশীর ভাগ এখন হাওরে অবস্থান করছে , তারা কি তথাকথিত ইজ্জতের কথা ভেবে দেশের ডাকে সারা দেবেনা ?

শিক্ষিত ছাত্র সমাজ কেন মাঠে নেমে অকার্যকর প্রথা ভাংগার ডাক দেবে না ! তুমি শিক্ষিত, সুশিক্ষিত হয়ে থাকলে এখনি মাঠে নাম, নেতৃত্ব দাও , তোমাকে দেখে অন্যরা মাঠে যাবে, তুমিই নেতা ।

ধারনা করি কয়েক লক্ষ শ্রমজীবি মানুষ হাওরে ফিরে গেছে, অন্য জেলার কয়েক হাজার শ্রমিকের পথ চেয়ে হাহাকার কেন করতে হবে !! সামনের দিন কতটা কঠিন বা সহজ তা বলা কঠিন, তবে এতটুকু বলতে পারি, খাদ্যের জন্য একটা যুদ্ধ মোকাবিলা করতে হতে পারে ।

হাওরের এই ধান স্বর্নের চেও দামী হয়ে উঠবে। দেশ স্বাভাবিক হতে আরো অনেক সময় লাগবে, করোনা সহজেই চলে যাচ্ছে না, অনেকেই চাকরী হারাবেন, বেতন পাবেন না ।স্বাভাবিক শহরে খুব তারাতারি ফিরতে পারছেন না এটা নিশ্চিত ।

এই অবসর সময়টা কাজে লাগিয়ে কিছু আয় করে রাখলে সামনের দিনে কাজে আসবে । যাদের জমি নেই তারা ধানের বিনিময়ে শ্রম বিক্রি করতে পারেন, খাবারের নিশ্চয়তা বলয় তৈরী করা যাবে ।

ধান কাটা ও মারাই করার যন্ত্র হাওরের কৃষকের কাজে আসবে, দ্রুত আরো বেশী মেশিন বরাদ্ধের ও নষ্ঠ মেশিন ঠিক করার দাবিতে কৃষক সন্তানের বেশী বেশী কথা বলছেনা কেন !! কথা বলুন এখনি ।

পেন্ট শার্ট পরে ঘরে বসে থাকলেই সাহেব হবো না, কৃষকের সন্তান আমি তা ভুলে গেলে চলবেনা । কাস্তে হাতে ছেলে - মেয়ে, ভাই - বোন দল বেধে জমিতে নামুন, শেষ ধানটাও যেন ঘরে আসে । মনে রাখতে হবে, হাওরের মানুষের সবচেয়ে বড় ভরসার জায়গা এই ধান ।

শিক্ষক মহোদয় তার ছাত্র নিয়ে, রাজনৈতিক নেতৃত্ব তার অনুসারী নিয়ে, মসজিদের ইমান তার মুসুল্লি নিয়ে, ছাত্র সংগঠন তার সদস্য নিয়ে, স্থানীয় সরকার ও প্রশাসন তার জনবল নিয়ে প্রথা ভাংগার এই কাজে নেতৃত্ব দিয়ে মানুষকে জাগিয়ে তোলার এই কাজে অগ্রনী ভুমিকা নিতে পারেন ।

তিনিই নেতা যিনি সবার আগে জাগ্রত ।

নিজের কাজ নিজে করি, অন্যের দিকে চেয়ে না থেকে মাঠে নামুন, দেখবেন আপনিই সবচেয়ে ভালো কাজটি করে ফেলেছেন ।

বি:দ্র - করোনা থেকে বাঁচার জন্য সরকার নির্দেশিত নিয়ম মেনে চলুন, সামাজিক দুরত্ব বজায় রেখে কৃষি কাজ চালু রাখুন ।

-কামরুল হাসান বাবু, সাধারন সম্পাদক, হাওরাঞ্চলবাসী, ঢাকা ।

2 Comments


Warning: Undefined array key "datetime" in /home/vatirrani/public_html/comments.php on line 23
km UsmanGonigaddafi
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
ভাই আপনার কথায় একমত তবে আপনি নিশ্চয়ই জানেন যদি বাদল বৃষ্টি হয়েযায় এলাকার লোকদিয়ে কোনও ভাবে সম্ভবনা

Warning: Undefined array key "datetime" in /home/vatirrani/public_html/comments.php on line 23
foridul,islam
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
ভাই আপনাকে অনেক ধন্যবাদ মৃল্যবান,কথা বলার জন্যনে ধান আমাদের সম্পত ধান আমাদের জীবন ধান আমাদের বাচায় প্রাণ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM