শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি অষ্টগ্রাম সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠিত

অষ্টগ্রাম সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠিত

গোলাম রসূল | ১২:২৭ অপরাহ্ন, ১ সেপ্টেম্বর, ২০১৮

1535783221.jpg

গোলাম রসূল: কিশোরগঞ্জের অষ্টগ্রাম সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (আগস্ট ৩১) এ কমিটি গঠন করা হয়। 

এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে রেজাউল করিম সেলিম ও হাবিবুর রহমান।

কমিটির পূণাঙ্গ তালিকা:

সভাপতি : রেজাউল করিম সেলিম (সাংবাদিক)

সিনিয়র সহ সভাপতি: মোফাজ্জল হোসেন (অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়)

সহ সভাপতি : মুনীর উদ্দিন স্যার। (অব: শিক্ষক)

সহ সভাপতি : আমিরুল ইসলাম (অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়)

সাধারণ সম্পাদক :মো: হাবিবুর রহমান (অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়)

যুগ্ন সাধারণ সম্পাদক : খন্দকার আবু সুফিয়ান।

সাংগঠনিক সম্পাদক : নাজমুল ইসলাম নার্গিস (অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়।

কোষাধ্যক্ষ: মাও: এফ এ কানন (লেখক)

সাংস্কৃতিক সম্পাদক: জগদীশ চন্দ্র দাস (সাংস্কৃতিক ব্যক্তিত্ব)

দপ্তর সম্পাদক: উৎপল দত্ত (ছড়াকার)

প্রচার ও প্রকাশনা সম্পাদক : ডা. সাজেদুল ইসলাম বাবুল।

নির্বাহী সদস্যবৃন্দ:

ডা. সাজ্জাদ হোসাইন সমুজ (ছড়াকার) ও শিখিভূষন দত্ত মজুমদার।

2 Comments


Warning: Undefined array key "datetime" in /home/vatirrani/public_html/comments.php on line 23
Mahmudul Hasan Rigan
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
প্রকৃতির নিবিড় যত্নে লালিত ও অপার সৌন্দর্যের লীলাভূমি আমার জন্মভূমি তথা জন্মস্থান অষ্টগ্রাম। যেখানে লোকায়ত জীবনের নানা লোকগাথা,ছড়া, কিসসা, গীতিকা, গান, জারি ইত্যাদি অনাচে কানাচে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছে। অনেক প্রতিভাবান ব্যক্তিদের সৃষ্টিশীলতা সামান্য পরিচর্যার অভাবে মুখতুবড়ে পড়ে আছে। একটা সাহিত্যিক প্ল্যাটফর্ম এই ভাটি অঞ্চলে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছি। যারা এই মহতি উদ্যোগের উদ্যোক্তা তাদের সাধুবাদ জানাই।সেই সাথে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

Warning: Undefined array key "datetime" in /home/vatirrani/public_html/comments.php on line 23
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
গোলাম রসুল সাহেব,আপনাকে অসংখ্য ধন্যবাদ।অষ্টগ্রাম সাহিত্য পরিষদের নতুন কার্যকারী কমিটি প্রকাশিত করায়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM