শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
 
vatirrani News

ঘোর

খাইরুল ইসলাম তুহিন | ৫:০২ অপরাহ্ন, ২৭ মে, ২০১৮

1527418962.jpg

ঘোরের মধ্যে আছ তুমি , ঘোরের মাঝেই ব্যস্ত।

ঘোরই তোমার সব হয়েছে তাতেই জীবন ন্যস্ত।

ঘোরেই তোমার কাটছে জীবন ইহ-পরকাল।

জীবনের হিসেব মিলিয়েছ কি কভু ছেড়ে সব জঞ্জাল?

এই জগতের সংক্ষিপ্ত সময় ফেলেছে তোমায় বিপাকে।

১০০ বছর বাঁচার জন্য ডেকেছো রাত্রিদিন প্রভুকে।

এই সংসারের অপ্রতুল সম্পদ করেছে তোমায় ব্যস্ত।

হন্যে হয়ে সম্পদ খুঁজেছ হওনি কখনো তুষ্ট।

অসহায়কে দেখে তুমি হেসে হয়েছ কুটি কুটি

জানুয়ার জ্ঞান করেছ তাদের দেখিয়েছ দা- বটি।

মজলুমের উপর জুলুম দেখেও অন্তর করেছ শান্ত।

বিত্ত বিভব সব নিয়েও তাদের হওনি তুমি ক্ষ্যান্ত।

টাকাতে জীবনের সব খুঁজেছ

করেছ অনেক টাকা।

শেষপ্রান্তে এসে দেখবে সব বিফলে

জীবনটা একদম ফাঁকা।

প্রভুর সামনে যাওয়ার কোন উপায় খুঁজেছ কি কভু?

রাত্রিদিন যিনি পালন করেছেন কোন শর্ত দেননি তবু।

এই জীবনের সংক্ষিপ্ত সময় হবে ইতিহাস মরণে

শান্তি পাবে আত্মা তোমার নির্যাতিতের স্মরণে।

তাই চলো ভাই হাতে হাত রেখে সবাই গড়ি

বিশ্ব ভ্রাতৃত্ব।

মজলুমের কান্না হাসি হয়ে ফুটবে মানবতা লাভ করবে শ্রেষ্ঠত্ব।

এভাবে মোরা এগিয়ে চলব পরম করুণাময়ের পথে।

এভাবেই পাবো আত্মতুষ্টি,ইহ-পরকাল সব একসাথে।

২২৪ -জিয়া হল, ঢাবি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM