শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি কিশোরগঞ্জের জনপ্রিয় ধাঁধা-০২

কিশোরগঞ্জের জনপ্রিয় ধাঁধা-০২

নূরনাহার মীম | ১:১৬ অপরাহ্ন, ৪ এপ্রিল, ২০১৮

1522826172.jpg

কিশোরগঞ্জ জেলার গ্রামাঞ্চলে এককালে সকল শ্রেণির মানুষের মুখে মুখে শিলুক বা ধাঁধা বলার প্রচলন ছিল। বিশেষ করে মহিলারা শিলুক বলায় পারদর্র্শী ছিলেন। তারা কথায় কথায় এককালে শিলুক বলতে পারতেন। এ যুগে এখন আর খুব একটা শিলুক উচ্চারিত হতে দেখা যায় না। সে এক সময় গেছে যখন গ্রামের বাড়ির দাদা-দাদী, নানা-নানী, মা-চাচীরা বাড়ির ছোট ছেলেমেয়েদের নিয়ে শ্লোকের ঝাঁপি খুলে বসতেন। 

হাজারো ঢঙের বৈচিত্রপূর্ণ শ্লোক সাধারণ জ্ঞান বুদ্ধি ঝালাইয়ের জন্য অর্থাৎ মগজ ধৌলাইয়ের জন্য খুবই সহায়ক হতো। কে কতো বুদ্ধিমান অথবা কার মাথায় কত বুদ্ধি আছে তার তাৎক্ষণিক প্রমাণ পাওয়া যেত এ সকল শ্লোকের প্রশ্ন উত্তর প্রদানের মধ্য দিয়ে। যেমন-

ক’ দিয়ে নাম তার

আঠাঁল যুক্ত আঁশ

শরীর জুড়ে কাঁটা তার

তবু করি চাষ।

উত্তর- কাঠাঁল।

ইন্দ্র নয়, তবু তার সহ¯্র নয়ন

লোহানয়, তামানয়, তামাটে বরন

মোরগ নয়, ময়ুরী নয়, শিরে মোহন চূড়া

তারে খেলে খুশি হয় ছেলে পুলে বুড়া।

উত্তর- আনারস।

চামড়ার তলে তলে পড়তে পড়তে ছানি

কোন দেশে দেখিয়াছ গাছের আগায় পানি।

উত্তর- ডাব।

মাটির তলে থাকে বেটি

কাপড় পিন্ধে আঁটি আঁটি

কেউনা ছোঁয়, কেউ না ধোয়

তবু কত পরিষ্কার রয়।

উত্তর- রসুন।

তুমি থাক জলে, আমি থাকি ডালে

তোমার আমার দেখা হবে মরণের কালে।

উত্তর- মাছ ও লেবু।

উন্দা রইছে ধুন্দা অইয়া

বৈরাগী রইছে চাইয়া।

উত্তর- কলার থোর। 

চলবে...

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM