বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি মিঠামইনের ঐতিহ্য দিল্লীর আখড়া

মিঠামইনের ঐতিহ্য দিল্লীর আখড়া

নূরনাহার মীম | ১০:৩১ পূর্বাহ্ন, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮

1519533072.jpg

বিথঙ্গলের ‘রামকৃষ্ণ গোসাই’র মতাবলম্বী বৈষ্ণব সম্প্রদায়ের আখড়ার মধ্যে মিঠামইনের ‘দিল্লীর আখড়া’টি বিখ্যাত এবং ঐতিহাসিক। হাওর এলাকায় অন্যতম সেরা আকর্ষণ এই আখড়াটি। নদীতীরে হিজল গাছের সারি, প্রাচীন দেয়াল ও অট্টালিকা, ভিতরে অপূর্ব সুন্দর পরিবেশ যে কোনো পথিককে কাছে টানবে। স¤্রাট জাহাঙ্গীরের সময়ে নির্মিত উক্ত আখড়া ও আখড়ার প্রতিষ্ঠাতা সাধক নারায়ণ গোস্বামীকে নিয়ে স্থানীয় এলাকায় প্রচুর জনশ্রুতি রয়েছে। 

জনশ্রুতি রয়েছে যে, বর্তমান মন্দির এলাকাটির পাশেই একটি বৃক্ষের নিচে নারায়ণ গোস্বামীর আস্তানা ছিল। আস্তানার পাশ নিয়ে বহমান নদীতে একবার দিল্লীর স¤্রাট প্রেরিত একটি কোষা মালামালসহ ডুবে যায়। আরোহীরা অনেক চেষ্টার পরও কোষাটি উঠাতে গিয়ে ব্যর্থ হন এবং একজন সর্পাঘাতে মৃত্যুবরণ করেন। আস্থানা থেকে গোস্বামী এ সংবাদ পেয়ে ঐশী ক্ষমতা বলে মালামালসহ কোষাটি উঠিয়ে দেন এবং সর্পাঘাতে নিহত ব্যক্তিকেও বাঁচিয়ে দেন। পরে দিল্লীর স¤্রাটের কাছে সংবাদটি পৌঁছানোর পর স¤্রাট বর্তমান কাটখালের বিরাট এলাকা সাধক নারায়ণ গোস্বামীর নামে লাখেরাজ দিয়ে একটি আখড়া প্রতিষ্ঠা করে দেন। সে থেকে আখড়াটি দিল্লীর আখড়া নামে পরিচিত হয়ে আসছে। আখড়া প্রায় তিনশত একর ভূমি নিয়ে প্রতিষ্ঠিত।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM