বৃহঃস্পতিবার, ৯ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি কিশোরগঞ্জের লোকবিশ্বাস ও লোকসংস্কার-প্রথম পর্ব

কিশোরগঞ্জের লোকবিশ্বাস ও লোকসংস্কার-প্রথম পর্ব

গোলাম রসূল | ৯:১৭ পূর্বাহ্ন, ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

1518837449.jpg

ঠিক দুপুর সময় যাত্রা অমঙ্গল হয়। দুপুর সময় বটগাছ, শেওড়াগাছ, তেতুল গাছে ভূত থাকে। পূর্বে কিশোরগঞ্জের সমাজে এ রকম নানান লোকবিশ্বাস ও লোকসংস্কার প্রচলিত ছিল। বাংলা একাডেমি প্রণীত ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি’ গ্রন্থমালায় কিশোরগঞ্জের এমনই কিছু লোকবিশ্বাস ও লোকসংস্কার উল্লেখিত আছে। আসুন সেগুলো পড়া যাক।

১. কলা খেলে অথবা দেখলে যাত্রা অশুভ হবে। ডিম খেলেও এ বিশ্বাস প্রচলিত আছে।

২. ধান গাছে খৈ হলে আবাদ ভাল হয়। কু’নজর থেকে রক্ষার জন্য ধান ক্ষেতে জুতা-ঝাড়– পুতে রাখলে ভাল হয়।

৩. ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা খারাপ হয়। দাঁড়িয়ে পানি খাওয়া অমঙ্গল হয়।

৪. ঠিক দুপুর সময় যাত্রা অমঙ্গল হয়। দুপুর সময় বটগাছ, শেওড়াগাছ, তেতুল গাছে ভূত থাকে।

৫. যাত্রাকালে কাউকে কাঁদতে দেখলে যাত্রা শুভ হয়। হাঁচি উঠলে অথবা উষ্টা খেলে যাত্রা অশুভ হয়।

৬. যাত্রাকালে মরা মানুষ ডানে দেখলে যাত্রা শুভ হয়। যাত্রাকালে খালি কলস দেখলে যাত্রা অশুভ হয়।

৭. যাত্রাকালে মাথায় হোঁচট খেলে যাত্রা অশুভ হয়। সোম-শনিবার ছাড়া অন্যদিনে পূর্বদিকে যাত্রা শুভ হয়।

৮. যাত্রাকালে ছাগলের কান খাড়া দেখলে যাত্রা অশুভ হয়। ঘরের চৌকাঠে বসলে গৃহস্তের অমঙ্গল হয়।

চলবে...

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM