সোমবার, ২০ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি বঙ্গ সৌন্দর্য

বঙ্গ সৌন্দর্য

খাইরুল ইসলাম | ১২:০১ অপরাহ্ন, ২১ জানুয়ারী, ২০১৮

1516514485.jpg
খাইরুল ইসলাম

তুমি সৌন্দর্য দেখতে চাও?

তোমাকে বিদেশ যেতে হবে না।

ঘুরে আস ৮৭ হাজার নুহাশ পল্লী

যার সবুজ দূর্বাঘাসে ঢাকা আকাঁবাকাঁ কাঁচা রাস্তার সাথে

বিশ্বের কোন ডাউনিং স্ট্রিটের তুলনা হয় না।

তুমি সৌন্দর্য দেখতে চাও?

ঘুরে আস সুন্দরবন, সেন্টমার্টিন কিংবা নীলগিরি।

দেখবে প্রকৃতির উদারতায় তোমার বুক প্রসারিত হবে।

তখন তুমি কৃতজ্ঞতায় বঙ্গ মায়ের চরণে ভক্তি দিবে।

তোমাকে বিদেশ যেতে হবে না।

তুমি সৌন্দর্য দেখতে চাও?

ঘুরে আস কক্সবাজার কিংবা কুয়াকাটা।

দেখবে সমুদ্রের বিশালতা তোমার চিত্তে সম্ভ্রম জাগাবে।

তখন তোমার সকল অসারতা কেটে যাবে।

জন্ম নিবে এক অনন্য দেশপ্রেম।

তোমাকে বিদেশ যেতে হবে না।

তুমি সৌন্দর্য দেখতে চাও?

তাহলে তুমি তাকাও পায়ের নিচে দূর্বাঘাসের ডগায় হীরক খন্ডের মত চকচক করতে থাকা শিশির বিন্দুর দিকে।

দেখবে প্রকৃতির জাদুকরী সৌন্দর্য তোমার মাঝে কাব্য সঞ্চার করবে।

তখন তুমিও ইচ্চামত কাব্য রচনা করতে পারবে।

তোমাকে বিদেশ যেতে হবে না।

লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাভিয়ানগর, অষ্টগ্রামের কৃতি ছাত্র।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM