বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
 
vatirrani News

স্বপ্ন ছিলো

হাসনাত লালন | ৯:১৬ অপরাহ্ন, ৯ অক্টোবর, ২০১৯

1570634217.jpg

আমার একটা স্বপ্ন ছিলো-

আকাশ বাতাস কাপিয়ে দিয়ে,

প্রতিবাদের বজ্রধ্বনি তোলার মতন স্বপ্ন না ভাই,

বাধনহারা মেঘের মতন, ছুটে চলার স্বপ্ন না ভাই,

চোখের কোণে, খুব গভীরে, টলমলে এক স্বপ্ন ছিলো।

"মত প্রকাশের" ছোট্ট একটা স্বপ্ন ছিলো।

"স্বপ্নটাকে" সারাবেলা বিলি করার স্বপ্ন ছিলো।

আমার একটা স্বপ্ন ছিলো-

ওদের মতন খুন পিয়াসী রক্ত মেখে,

পশুটাকে জানান দেয়ার স্বপ্ন না ভাই।

বঙ্গভবন, গণভবন, সিংহাসনের স্বপ্ন না ভাই।

ইচ্ছে হলেই, গা-গতরে বাতাস মাখার স্বপ্ন না ভাই।

যখন খুশি, পাখির মতন ডেকে ওঠার স্বপ্ন ছিলো।

খুব তিমিরে, নিজের সাথে কথা বলার স্বপ্ন ছিলো।

খুব নিরবে, জনমনে কষ্টটাকে ফেরী করার স্বপ্ন ছিলো।

সুযোগ পেলে, জাতির পিতার "স্বপ্নটাকে",

প্রশ্ন করার স্বপ্ন ছিলো।

৯/১০/২০১৯

(প্রেক্ষাপট- আবরার হত্যাকান্ড)

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM