শুক্রবার, ৩ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জে ত্রাণ দুর্নীতি বন্ধ এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি

কিশোরগঞ্জে ত্রাণ দুর্নীতি বন্ধ এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৩:০৮ অপরাহ্ন, ১১ মে, ২০২০

1589188113.jpg

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: ত্রাণ নিয়ে দুর্নীতি বন্ধ, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, এক হাজার ৪০ টাকা মণ দরে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়, স্কুল-কলেজে ৬ মাসের বেতন মওকুফসহ বিভিন্ন দাবিতে কিশোরগঞ্জে সিপিবি মানববন্ধন করেছে।

সোমবার সকাল সোয়া ১১টায় জেলা সদরে সিপিবি কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন জেলা সিপবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা কৃষক সমিতির সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ প্রমুখ।

তারা প্রকৃত অসহায় মানুষকে ত্রাণ প্রদান নিশ্চিত করে ত্রাণ নিয়ে দুর্নীতি বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা দাবি করেছেন। কৃষকদের বাঁচানোর লক্ষ্যে সরকার নির্ধারিত এক হাজার ৪০ টাকা মণ দরে ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়েরও দাবি জানিয়েছেন।

করোনা রোগী শনাক্তে পরীক্ষার পরিধি আরো বাড়ানোর জন্যও সরকারের কাছে দাবি জানিয়েছেন। দেশের স্কুল-কলেজে ৬ মাসের বেতন মওকুফ ও শিক্ষা খাতে প্রনোদনা বৃদ্ধিরও দাবি জানিয়েছেন। মানববন্ধনে অংশ নেয়া সবাই এসব দাবি সংবলিত পোস্টার বহন করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM