শুক্রবার, ৩ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ কিশোরগঞ্জ সদর রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় কিশোরগঞ্জে ২৪১ জন কারাবন্দি মুক্তি পেলেন

রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় কিশোরগঞ্জে ২৪১ জন কারাবন্দি মুক্তি পেলেন

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৭:১৩ অপরাহ্ন, ১০ মে, ২০২০

1589116431.jpeg

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় কিশোরগঞ্জ কারাগার থেকে মোট ২৪১ কারাবন্দি মুক্তি পেয়েছেন। 

জেল সুপার মো. বজলুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, কিশোরগঞ্জ কারাগারে লঘু অপরাধে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত কারাবন্দি যারা রয়েছেন এরকম ৩১৫ জনের তালিকা তৈরি করে গত ২ এপ্রিল তিনি কারা মহাপরিদর্শক বরাবরে পাঠিয়েছিলেন। তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা হলে তিনি তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এর মধ্যে কিশোরগঞ্জ কারাগার থেকে শনিবার মুক্তি পেয়েছেন ২১৭ জন। এর আগে দুই দফায় মুক্তি পেয়েছেন ২৪ জন। অর্থাৎ, কিশোরগঞ্জে মোট ২৪১ জন মুক্তি পেলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM