শুক্রবার, ৩ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ কিশোরগঞ্জ সদর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কিশোরগঞ্জের আরেক করোনাজয়ী পুলিশ

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কিশোরগঞ্জের আরেক করোনাজয়ী পুলিশ

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৯:০৯ অপরাহ্ন, ৯ মে, ২০২০

1589036972.jpg

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: করোনা যুদ্ধে জয়ী কিশোরগঞ্জের ভৈরব থানার আরেক কনস্টেবল রফিকুল আলম (৫৫) সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তাকে ছাড়পত্র দিয়ে নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) সাংবাদিকদের জানিয়েছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে রফিকুল আলম নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছিলেন। এমতাবস্থায় হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে গত ২১ এপ্রিল তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠালে ৩০ এপ্রিল ‘কোভিড-১৯’ পজিটিভ রিপোর্ট আসে। এদিনই তাকে ভৈরব ট্রমা সেন্টারের অধীনে আইসোলেশনে নেয়া হয়।

এরপর ৫ মে পর্যন্ত পর পর দু’বার তার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় তাকে শুক্রবার রাতে ছাড়পত্র দিয়ে নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তাকে নিয়ে ভৈরব থানার মোট ১০ পুলিশ সদস্য করোনা যুদ্ধে জয়ী হলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM