বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ কটিয়াদী কটিয়াদীতে ড্রেজার মেশিন জব্দ ও মামলা দায়ের

কটিয়াদীতে ড্রেজার মেশিন জব্দ ও মামলা দায়ের

বিশেষ প্রতিনিধি | ১২:২৪ অপরাহ্ন, ৪ জুন, ২০২০

1591251884.jpg

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নে পাইকসা গ্রামে গত মঙ্গলবার অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে ফসলি জমি থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানা যায়,উক্ত গ্রামে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।এর ফলে বাড়ীঘর,রাস্তাঘাট,ফসলি জমি ও পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি সম্মুখীন হয় ।

মোঃ লুৎফুর রহমানের লিখিত অভিযোগের ভিত্তিতে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব,আশরাফুল আলম এই অভিযান পরিচালনা করেন।তিনি দীর্ঘ দুই ঘন্টা অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের সরঞ্জামাদী ধবংস করেন এবং দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।তারা যাতে ভবিষ্যতে এমন অপরাধ করতে না পারে তার জন্য তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে,ইতিপূর্বে স্হানীয় একজন শিক্ষক মাহমুদ কামাল বালু উত্তোলন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিলে তার উপর সন্ত্রাসী হামলা করা হয় এবং ঐ শিক্ষকের বিরুদ্ধে বালু উত্তোলন চক্রটি এক দিনে ৪টি চাঁদাবাজি মামলা সহ মোট ৬টি মামলা দায়ের করেছিল। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM