শুক্রবার, ৩ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ কটিয়াদী কটিয়াদীতে ৩৯ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক

কটিয়াদীতে ৩৯ বস্তা চালসহ আওয়ামী লীগ নেতা আটক

নিউজ ডেস্ক | ২:২২ অপরাহ্ন, ১৪ এপ্রিল, ২০২০

1586852560.jpg

কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৩৯ বস্তা চাল কালোবাজারে বিক্রির ঘটনায় নিখিল চন্দ্র সরকার নামে আওয়ামী লীগের এক নেতা ও নাছির উদ্দিন নামে এক চাল ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে উপজেলার করগাঁও এলাকা থেকে কালোবাজারে চাল বিক্রি করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক হওয়া আওয়ামী লীগ নেতা নিখিল চন্দ্র সরকার উপজেলার করগাঁও ইউনিয়নের ডিলার সেবা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি। এছাড়া ক্রেতা চাল ব্যবসায়ী নাছির উদ্দিনও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এ জলিল জানান, সোমবার (১৩ এপ্রিল) ভোর রাত তিনটার দিকে উপজেলার করগাঁও এলাকা থেকে ডিলার কর্তৃক কালোবাজারে বিক্রি করার গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও কটিয়াদী থানা পুলিশের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

এসময় ফারুক মিয়া নামে আরেক চাল ব্যবসায়ী পালিয়ে যায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি এম.এ জলিল জানান।

-কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM