অর্থোপেডিক্স-এ এমএস ডিগ্রি অর্জন করেছেন ডা. ঝুটন চন্দ্র বণিক
বিশেষ প্রতিনিধি | ২:০৭ অপরাহ্ন, ২ এপ্রিল, ২০২০
ডা. ঝুটন চন্দ্র বণিক
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বাবু গোপাল বণিকের ৩য় পুত্র ডা. ঝুটন চন্দ্র বণিক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা মেডিকেল কলেজ থেকে জানুয়ারি ২০২০ সেশনে অর্থোপেডিক্স বিভাগে এমএস ডিগ্রি অর্জন করেছেন।
ডা. ঝুটন চন্দ্র বণিক ২০১০ সালে এমবিবিএস পাশ করেন। পরবর্তীতে ২০১৪ সালে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে সরকারি চাকুরীতে যোগদান করেন। সরকারি চাকরিতে তিনি সহকারী সার্জন হিসেবে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সহকারী রেজিস্ট্রার হিসেবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল অফিসার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন (গণভবন) সমূহে চাকুরীরত ছিলেন। করোনা পরিস্থিতিতে তিনি সকলকে সরকারি নিয়ম মেনে ঘরে অবস্থান করার জন্য অনুরোধ করেন এবং সকলের নিকট দোয়া চাচ্ছেন।
2 Comments