অষ্টগ্রামে পর্যটন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক | ৭:৩৩ অপরাহ্ন, ২৩ আগস্ট, ২০২৩
বিশেষ প্রতিবেদক: অষ্টগ্রামে ‘পর্যটন বিকাশে ভাটির রানি অষ্টগ্রাম’বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু। সভায় অষ্টগ্রাম হাওরে পর্যটন শিল্প বিকাশে করণীয় ও পর্যটকের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা, বিশ্রামাগার তৈরি, রাত্রিযাপনে অবকাঠামো সৃষ্টি, গণপরিবহনে ভাড়া নির্ধারণ এবং অষ্টগ্রামের ইতিহাস ঐতিহ্য গণমাধ্যমে বেশি বেশি প্রচার করাসহ পর্যটন শিল্প উন্নয়নে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, অষ্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দেবপদ চক্রবর্তী, অষ্টগ্রাম দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিকুল ইসলাম ফারুক, সাংবাদিক মো. ফরিদ রায়হান ও ব্যবসায়ী সাইফুদ্দিন লিচুসহ ব্যবসায়ী, গণপরিবহন মালিক, জনপ্রতিনিধি, ব্লগার ও তরুণ উদ্যোক্তারা সভায় উপস্থিত ছিলেন ।