বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জ জেলার ২৯ ইউনিয়নের ভোট ১১ নভেম্বর

কিশোরগঞ্জ জেলার ২৯ ইউনিয়নের ভোট ১১ নভেম্বর

নিউজ ডেস্ক | ১০:২১ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর, ২০২১

1632975674.jpg

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মোট ২৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা তিনটি হচ্ছে, করিমগঞ্জ, তাড়াইল ও বাজিতপুর।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবির খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মধ্যে করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন, তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন এবং বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

করিমগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন হচ্ছে, কাদিরজঙ্গল, গুজাদিয়া, কিরাটন, বারঘরিয়া, নিয়ামতপুর, দেহুন্দা, সুতারপাড়া, গুনধর, জয়কা, জাফরাবাদ ও নোয়াবাদ।

তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন হচ্ছে, তালজাঙ্গা, রাউতি, ধলা, জাওয়ার, দামিহা, দিগদাইড় ও তাড়াইল-সাচাইল।

বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন হচ্ছে, হুমাইপুর, দিলালপুর, বলিয়ারদি, সরারচর, হালিমপুর, হিলচিয়া, দিঘীরপাড়, পিরিজপুর, মাইজচর, গাজীরচর ও কৈলাগ।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM