বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ হাওরাঞ্চল কিশোরগঞ্জে করোনায় একজন পজেটিভসহ ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জে করোনায় একজন পজেটিভসহ ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | ১১:৫৭ পূর্বাহ্ন, ১১ জুলাই, ২০২১

1625983023.jpg

কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিপজ্জনক আকার ধারণ করছে। ভয়াবহ এ ভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা। প্রতিদিনেই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এ পরিস্থিতিতে জেলায় নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

জেলার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ শনিবার (১০ জুলাই) রাতে প্রকাশিত রিপোর্টে একজন করোনা রোগীর মৃত্যু ছাড়াও করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। ফলে করোনা সংক্রমণ পরিস্থিতি দিন দিনই উদ্বেগজনক হয়ে ওঠছে।

সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে এদিন (শনিবার, ১০ জুলাই) কোন নমুনা পরীক্ষা হয়নি। ল্যাবটিতে যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হওয়ায় শুক্রবার (৯ জুলাই)-ও নমুনা পরীক্ষা বন্ধ ছিল।

তবে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে শুক্রবার (৯ জুলাই) ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

এছাড়া পাকুন্দিয়া ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৮ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৬ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে।

অর্থাৎ মোট ৯৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর বিপরীতে করোনাভাইরাস মুক্ত হয়ে জেলায় এদিন সুস্থ হয়েছেন মোট ২৯ জন।

এছাড়া জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজন এবং সন্দেহজনক কোভিড-১৯ একজন মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ করোনা পজেটিভ হয়ে মারা গেছেন একজন নারী। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা (৭৫)।

তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ জুলাই) সকাল ৬টায় মারা গেছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা না হওয়ায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত বর্তমান রোগীর সংখ্যা কমেছে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM