রবিবার, ১৯ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজ সরাসরি সম্প্রচার

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজ সরাসরি সম্প্রচার

নিউজ ডেস্ক | ১০:৪৬ পূর্বাহ্ন, ২২ মার্চ, ২০১৯

1553229980.jpg

নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে হামলার এক সপ্তাহ পর আজ শুক্রবার সেখানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দেশটির রেডিও ও টেলিভিশন শুক্রবারের সেই জুমার নামাজ সরাসরি সম্প্রচার করেছে। এছাড়া রাষ্ট্রীয়ভাবে দুই মিনিট নীরবতা পালন করা হয়েছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার দেড়টা নাগাদ আল নূর মসজিদ থেকে এ জুমার নামাজ সম্প্রচার করা হয়। নিউজিল্যান্ডের মুসলিমদের প্রতি সংহতি ও নিহত মুসল্লিদের প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করা হয়।

শুক্রবার আল নূর মসজিদের সামনে হ্যাগলি পার্কে জড়ো হয় হাজারো মানুষ। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, আমরা সবাই এক, নিউজিল্যান্ডের সবাই আপনাদের সঙ্গে ব্যথিত।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার দুই মসজিদে ভয়াবহ হামলা চালায় ব্রেন্টন টারান্ট নামের এক শ্বেতাঙ্গ সন্ত্রাসী। ওই হামলায় ৫০ জন নিহত হয়। আহত হয় ৪০ জনের বেশি মুসল্লি।

সূত্র: ইত্তেফাক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM