বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ বিদেশ ফিলিপাইনে গির্জার পর মসজিদে গ্রেনেড হামলা

ফিলিপাইনে গির্জার পর মসজিদে গ্রেনেড হামলা

নিউজ ডেস্ক | ১০:১৮ পূর্বাহ্ন, ৩০ জানুয়ারী, ২০১৯

1548821918.jpg

নিউজ ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি মসজিদে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় কমপক্ষে দু’জন নিহত এবং আরও চারজন আহত হয়েছে।

বুধবার সকালের দিকে জাম্বোয়াংগা শহরে ওই হামলার ঘটনা ঘটেছে। এই হামলার মাত্র একদিন আগেই কাছাকাছি একটি দ্বীপে রোমান ক্যাথলিক গির্জায় জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জাম্বোয়াংগা শহরের হামলার বিষয়ে আঞ্চলিক সেনা মুখপাত্র লে. কর্নেল গেরি বেসানা এএফপিকে বলেন, একটি মসজিদের ভেতরে একটি গ্রেনেড নিক্ষেপের ঘটনায় দু’জন নিহত এবং আরও চারজন আহত হয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে ফিলিপাইনের সংবাদ মাধ্যম র্যাপলার জানিয়েছে, এক সন্দেহভাজন কাছাকাছি সড়কের আলো বন্ধ করে দিয়ে মসজিদের ভেতরে গ্রেনেড ছুড়ে মারে। সে সময় বেশ কয়েকজন মুসলিম নেতা ওই মসজিদের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন।

নিহতরা হামলার সময় মসজিদে ঘুমাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM