সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ প্রবাস জীবন আমেরিকায় এমন পূজা হয়নি আগে

আমেরিকায় এমন পূজা হয়নি আগে

তোফাজ্জল লিটন | ১১:১৬ পূর্বাহ্ন, ২ মার্চ, ২০১৯

1551503806.jpg
ছবি: শাহ জে চৌধুরী

তোফাজ্জল লিটন: নওগাঁ ডিসস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ স্বরস্বতী পূজার আয়োজন করেছিল ১০ ফেব্রুয়ারি। নিউইয়র্কের কুইন্স প্যালেস অনুষ্ঠিত এমন পূজা এর আগে আমেরিকার মানুষ দেখেনি। ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে এই প্রথম আমেরিকায় কোনো সামাজিক সংগঠন এমন সার্বজনীন পূজার আয়োজন করে। পুরো অনুষ্ঠানে কোনো বক্তব্য ছিলো না। বিকেলে আনুষ্ঠানিক পূজা শেষ করে রাত ১০ টা পর্যন্ত চলে আবহমান বাংলার গান।

প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ কমিউনিটির সম্মানিত বয়োজষ্ঠদের সঙ্গে মঞ্চে উঠে বলেন, বাঙালি জাতি যে অসাম্প্রদায়িক তা প্রমাণ করেছে নওগাঁ জেলার মানুষ। আজ এখানে এসে মনটা ভরে গেলো নানান ধর্মেও মানুষের মধ্যে সম্প্রতি দেখে।

সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, সবাই শুধু মুখে বলে অসম্প্রদায়িকতার কথা। আমরা গঠনতন্ত্রে বলেছি আমরা অসাম্প্রদায়িক সংগঠন। তাই তা কাজে ও পরিণত করেছি। গত বছরও আমরা এই পূজার আয়োজন করেছিলাম। প্রতি বছরই আমরা সব ধর্মের উৎসব আয়োজনের চেষ্টা করবো।

স্বরস্বতী পূজা অনুষ্ঠানের আহবায়ক নিখিল কুমার মন্ডল বলেন,পূজাটি যেনো সব ধর্মের মানুষের মিলন মেলায় রুপান্তিরিত হয়েছিলো। নাফিসা নূর সাথির সঞ্চালনায় নিউইয়র্কেও ১৪জন শিল্পী ২৮টি গান করেছেন। অন্তত দুইশত মানুষ মানুষ প্রসাদ গ্রহণ করছে, গান শুনছে। সব মিলিয়ে এই অপূর্ব সম্মিলন আমদের উৎসাহিত করেছে আগামিতে আরো ভালো কাজ করার।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM