জয়িতা পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষিকা তানজিনা নিপা
নিউজ ডেস্ক | ৮:৫৮ অপরাহ্ন, ৯ ডিসেম্বর, ২০২৩
নিউজ ডেস্ক: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন অষ্টগ্রাম উপজেলার কাস্তুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মেরিন তানজিনা নিপা। ’জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনতকারী নারী হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় শনিবার আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম। উল্লেখ্য, মেরিন তানজিনা নিপা এর আগে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ভাটির রানির মাধ্যমে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।