সোমবার, ৬ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা এসভি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসভি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | ৪:০৭ অপরাহ্ন, ২৮ জানুয়ারী, ২০২০

1580206076.jpg

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও মার্চপাস্টের পর প্রধান অতিথি হিসেবে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর।

এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আবদুল্লাহ এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আগামী দিনের যোগ্য নাগরিক হয়ে ওঠতে হবে।

বরাবরের মতো এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও ছাত্রীদের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশনা উপস্থিত সবার নজর কাড়ে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM