সোমবার, ৬ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা কিশোরগঞ্জে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা

কিশোরগঞ্জে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা

নিউজ ডেস্ক | ৮:১৬ অপরাহ্ন, ২৫ জানুয়ারী, ২০২০

1579961819.jpg

কিশোরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর হলরুমে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশা খাঁ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান।

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর নূরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক (উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. ইব্রাহীম হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টের সদস্য ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, মুনীর আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান, আইন বিভাগের চেয়াম্যান মহসিন খান প্রমুখ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয় এবং ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক বদরুল হুদা সোহেল।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM