রবিবার, ১৯ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ শিক্ষা ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | ১:০৯ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর, ২০১৯

1568358554.jpg

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ (সি) ইউনিটের অধীনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আজ সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম জানান, এ বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ডিভাইস/যন্ত্র বহন করা নিষিদ্ধ ছিল। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।

তিনি আরো জানান, আগামীকাল শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে ১৬ হাজার এক জন ভর্তিচ্ছু পরীক্ষা দেবে। ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ২৯ হাজার ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছে।

সূত্র: ইত্তেফাক

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM