শুক্রবার, ৩ মে ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ ভৈরব ভৈরবে করোনা রোগী শনাক্ত

ভৈরবে করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক | ৫:৪৩ অপরাহ্ন, ১০ এপ্রিল, ২০২০

1586519025.jpg

কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি পুরুষ। ভৈরবে এটিই প্রথম করোনা সংক্রমণের ঘটনা। 

আজ শুক্রবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ। তিনি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব।

হাসপাতাল সূত্র জানায়, এর আগে ভৈরব থেকে যতগুলো নমুনা পাঠানো হয়েছে, সবগুলোর ফলাফল এসেছে নেগেটিভ। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থেকে গোপনে তিনটি পরিবারের চারজন সদস্য ভৈরবে আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন। তাঁদের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। একই দিন ভৈরবের এক ব্যক্তিকেও আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। ওই দিন পাঁচ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। তাঁদের মধ্যে নারায়ণগঞ্জ থেকে আসা চারজনের শরীরে সংক্রমণ পাওয়া যায়নি। ভৈরবে বসবাসকারী ব্যক্তির নমুনায় সংক্রমণ পাওয়া যায়।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ভৈরবে প্রথমবারের মতো করোনা আক্রান্ত শনাক্ত হলো। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে জরুরি সভা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

-প্রথম আলো 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM