বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ বাংলাদেশ নোকিয়ার মেড ইন বাংলাদেশ ফোন এর যাত্রা শুরু

নোকিয়ার মেড ইন বাংলাদেশ ফোন এর যাত্রা শুরু

প্রতিবেদক | ২:৫১ অপরাহ্ন, ৮ সেপ্টেম্বর, ২০২১

1631091083.jpg

বিশ্ববিখ্যাত ব্যান্ড নোকিয়া (এইচ এম ডি গ্লোবাল), লাভ ইট, ট্রাস্ট ইট, কিপইট এই শ্লোগানকে ধারণ করে মেড ইন বাংলাদেশ ট্যাগ এ বাংলাদেশের বাজারে নিয়ে এলো নতুন এনড্রয়েড নোকিয়া ৩.৪ (৪/৬৪) পান্স-হোল ডিসপ্লে ফোন।

৬ সেপ্টেম্বর (২০২১) একযোগে বন্দরনগরী চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, সিলেট বিভাগে বিশ্ব বিখ্যাত ব্যান্ড নোকিয়া (এইচ এম ডি গ্লোবাল), এর ৩.৪ (৪/৬৪) এনড্রয়েড মেড ইন বাংলাদেশ ফোনটির লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম এর নোকিয়ার লোকাল ডিষ্ট্রিবিউটর জনি টেলিকম, এম/এস. বাবলু ইলেক্ট্রনিক্স, এ বি ট্রেডিং, একে টেলিকম এর যৌথ আয়োজনে আনন্দ র‌্যালি ও দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১.০০ আনন্দ র‌্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে আগ্রাবাদ সিংগাপুর ব্যাংকক মার্কেটস্থ জনি টেলিকমে মিলিত হয়। পরে এখানে কেট কাটা, মিষ্টি বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংগাপুর ব্যাংকক মার্কেটের ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপিত জনাব মোঃ আলী নেওয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জনাব সালাউদ্দিন আরিফ, প্রচার সম্পাদক জনাব মোঃ ইউছুফ আলী ও নোকিয়ার প্রতিনিধি জোনাল ম্যানেজার বাবলু বড়–য়া (ডেভিট), এরিয়া সেলস ম্যানেজার ইয়াছিন আরাফাত, টেরিটোরী সেলস্ ম্যানেজার মোঃ নুরুল ইসলাম মোল্লা (অনিক), টেরিটোরী সেলস্ ম্যানেজার এফতার আহম্মদ চৌধুরী সহ চট্টগ্রামের সকল নোকিয়ার রিটেইলার ও কাস্টমারগন উপস্থিত ছিলেন। 

পরে র‌্যাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন বিশ্বখ্যাত নোকিয়া মোবাইলের ফ্যাক্টরী বাংলাদেশে হওয়াতে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তেমনি দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রাখবে। এছাড়াও দেশে ফ্যাক্টরী হওয়ার ফলে আমাদের দেশের জনগণ কাঙ্ক্ষিত মূল্যের মাধ্যমে নিজের পছন্দের নোকিয়া মোবাইল সেট ব্যবহার করতে পারবে, বক্তারা নোকিয়ার উত্তর উত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।

1 Comments


Warning: Undefined array key "datetime" in /home/vatirrani/public_html/comments.php on line 23
Md Nurul Islam Molla
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
Thanks

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM