সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম স্বাধীনতার ৪৯ বছরেও অষ্টগ্রামের দুটি বধ্যভূমি সংরক্ষিত হয়নি

স্বাধীনতার ৪৯ বছরেও অষ্টগ্রামের দুটি বধ্যভূমি সংরক্ষিত হয়নি

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক | ৪:১৪ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

1613729659.jpg

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক: স্বাধীনতার ৪৯ বছর অতিক্রান্ত হলেও কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের দুটি বধ্যভূমি সংরক্ষিত হয়নি। স্থাপন করা হয়নি কোন নামফলক। উপজেলার বধ্যভূমি হিসেবে পরিচিত দেওঘর ইউনিয়নের পাওনেরকান্দি এবং পূর্ব অষ্টগ্রামের জেলে অধ্যুাষিত ইকুরদিয়ায় দুটি বধ্যভূমির পাশে আজও স্বজনহারা পরিবারের লোকজন কখনো কাঁদেন, কখনো নীরবতা পালন করেন। এতে মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণের মধ্যে চরম হতাশা আর ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

এ ব্যাপারে অষ্টগ্রাম উপজেলা প্রকৌশলী মো. গোলাম সামদানী জানান, পাওনের কান্দি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের জন্য ৩৪ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ এসেছে। বধ্যভূমির জায়গাটি উপজেলা ভূমি অফিস দেখিয়ে না দেয়ায় পাওনের কান্দি মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের কাজ করা যাচ্ছে না।

মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী জানান, ১৯৭১ সালে পাক হানাদার, আলবদর ও রাজাকারেরা অষ্টগ্রাম থানা ও পার্শ্ববর্তী এলাকার শতশত নারী- পুরুষ ধরে এনে গুলি করে ও ব্যায়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করত। স্বাধীনতার পর এই বধ্যভূমিতে এলাকাবাসী শত শত মানুষের হাড়, কঙ্কাল এবং মাথার খুলি পড়ে থাকতে দেখছেন বলে জানা গেছে। 

এদিকে উপজেলার জেলে অধ্যুষিত ইকরদিয়া গ্রামে ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর শান্তি কমিটির নেতৃত্বে হানাদার বাহিনী ও রাজাকার বাহিনীর সদস্যরা ভোরবেলায় ইকরদিয়া গ্রামের ঘুমন্ত মানুষের ওপর হামলা চালিয়ে দক্ষিণ পাড়ায় লুটপাট করে। তারা দুটি ধনাঢ্য বাড়িসহ সারা গ্রামে আগুন জ্বালায় ও লুটপাট করে। নির্যাতন চালিয়ে প্রায় অর্ধশত নারী-পুরুষকে আটক করে একটি স্থানে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কাছেদ মিয়া বলেন, স্বাধীনতার এতবছর পেরিয়ে গেলেও সরকারিভাবে কোন শহীদদের স্মৃতিস্তম্ভ অথবা নাম ফলকও স্থাপন করা হয়নি। শহীদ পরিবারে বেশ কয়েকজনের সঙ্গে এই বিষয়ে কথা বললে ক্ষোভের সঙ্গে বলেন শুধুমাত্র জাতীয় দিবস আসলেই বধ্যভূমিতে মোমবাতি জ্বালান প্রশাসন এছাড়া আর কোন কিছু হয় না এবং।

অষ্টগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম জানান, দেওঘর ইউনিয়নের পাওনের কান্দি বধ্যভূমিটির কাজ করার জন্য খুব দ্রত জায়গা নির্ধারণ করে দিচ্ছি। তবে ইকুরদিয়া চন্ডীতলা বধ্যভূমির বিষয়ে তিনি নয় বিষয়টি দেখছেন বলে জানান তিনি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM