সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে কৃষকদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ

অষ্টগ্রামে কৃষকদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক | ১০:১৮ পূর্বাহ্ন, ৪ ফেব্রুয়ারি, ২০২১

1612412289.jpg

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক: অষ্টগ্রামে কৃষকদের মাঝে সবজি ও ফলের চারা বিতরণ করা হয়েছে। 

বুধবার বিকালে কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রের সরেজমিন গবেষণা বিভাগ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) অর্থায়নে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার প্রতিটিতে ১৫ জন কৃষককে বসতবাড়িতে সবজি চাষ (গয়েশপুর মডেল), ১৫ জনকে ১০ টি করে বিএআরআই উদ্ভাবিত উন্নত জাতের ফলের চারা/ কলম, ১৫ জনকে ভার্মি কম্পোস্ট প্ল্যান্ট, ১৫ জনকে লাইভস্টক সাপোর্ট এবং ১৫ জন শুটকি মাছ উৎপাদনকারীকে নিরাপদ ও সারা বছর শুটকি উৎপাদনের প্রযুক্তিগত সহায়তা ও এ সম্পর্কে সচেতন ও প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ কার্যক্রমের অংশ হিসেবে পূর্ব অষ্টগ্রামে কৃষকদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস।

কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্র সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছেদ মিয়া, বৈজ্ঞানিক সহকারী আমিনুল হক, উপ সহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।

গত ২৭ জানুয়ারী ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নেও এ সব উপকরণ বিতরণ করা হয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM