প্রচ্ছদ ধর্ম ও জীবন অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী পালিত
অষ্টগ্রামে ঈদে মিলাদুন্নবী পালিত
বিশেষ প্রতিনিধি | ৪:০৩ অপরাহ্ন, ৩০ অক্টোবর, ২০২০
বিশেষ প্রতিনিধি: ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে অষ্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (মহানবী হযরত মোহাম্মদ সা: এর জন্মদিন) পালিত হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে অষ্টগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে অষ্টগ্রাম আহলে সুন্নত ওয়াল জামায়াত এর আয়োজনে কয়েক হাজার সুন্নী জনতা অষ্টগ্রাম আগমন করে। ঈদে মিলাদুন্নবীর কর্মসূচির অংশ হিসেবে অষ্টগ্রাম ফুটবল খেলার মাঠে জড়ো হয়ে পরে পূর্ব অষ্টগ্রাম পর্যন্ত প্রধান সড়কে জসনে-জুলুস করা হয়। এর পর শাহকুতুব (র) এর মসজিদে এসে মিলাদ ও দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।