প্রচ্ছদ হাওরের রাজনীতি ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন অষ্টগ্রামের রামিন
ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক হলেন অষ্টগ্রামের রামিন
নিউজ ডেস্ক | ৯:২৪ পূর্বাহ্ন, ২২ জুন, ২০২২
নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক হয়েছেন অষ্টগ্রামের বিল্লাল হোসেন রামিন। গত ৫ জুন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এর ঘোষিত কমিটিতে সহ-সম্পাদকের পদে দায়িত্ব পান রামিন। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ(ইউডায়) বিবিএতে অধ্যয়নরত এই শিক্ষার্থী দায়িত্বের মাধ্যমে ছাত্রলীগের রাজনীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে চান। পদ পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তা, আমার পিতা-মাতা এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি। একইসাথে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সুযোগ্য সাধারণ-সম্পাদক হৃদয় ভাইয়ের প্রতি। যিনি আমাকে মহানগর ছাত্রলীগে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন। হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামের ছেলে রামিন পরিবার থেকেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতির শিক্ষা পান। তার বাবা মোঃ আবু ছালেক ১৯৭৭ সালের সেই উত্তাল সময়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন। এরপর বিভিন্ন সময় উপজেলা যুবলীগ ও আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন।