‘আরো শক্তিশালীভাবে এগিয়ে যাবে দৈনিক যায়যায়দিন’
মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক | ৮:০৮ অপরাহ্ন, ৭ ডিসেম্বর, ২০২১
মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পর্যটন নগরী কক্সবাজারে দেশের পাঠক নন্দিত জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার কক্সবাজারে অবস্থিত হোটেল সী ওয়ার্ল্ডে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাঈস চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আরো শক্তিশালীভাবে এগিয়ে যাবে দৈনিক যায়যায়দিন।” যায়যায়দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর উপস্থাপনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন পত্রিকার ব্যবস্থাপক মো. নুরুল হক, সিনিয়র সহ-সম্পাদক আবু জাফর মো. সোহেল, শামীম আহম্মেদ, উপ-ব্যবস্থাপক ইব্রাহিম খলিল স্বপন, মফস্বল ইনচার্জ মায়মুনা আক্তার লীনা, সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন, সার্কুলেশন ম্যানেজার মো. বেলাল হোসেন, সিনিয়র হিসাব রক্ষক মো. রইছ উদ্দিন আহমেদ, সাবেক সিনিয়র চিফ রিপোর্টার সাখাওয়াত হোসেন ও আহমেদ তোফায়েল, চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরীসহ জেলা ও উপজেলা প্রতিনিধিগণ। সম্মেলনে অংশ নেয়া দেশ সেরা জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকালে যায়যায়দিনের ব্যবস্থাপক মো. নুরুল হকের নেতৃত্বে পত্রিকাটির ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি হোটেল সী ওয়ার্ল্ড থেকে শুরু হয়ে সমুদ্র সৈকতের তীরে গিয়ে শেষ হয়। বিকালে শুরু হয় আলোচনা সভা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার ব্যবস্থাপক মো. নুরুল হক।