নিকলীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ
নিউজ ডেস্ক | ৮:৫৯ অপরাহ্ন, ২২ নভেম্বর, ২০২০
নিকলীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী (৩০) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় রোববার (২২ নভেম্বর) প্রতিবন্ধী নারীর ভাই বাদী হয়ে নিকলী থানায় মামলা (নং-৮) দায়ের করেছেন।
অভিযুক্ত ধর্ষকের নাম মো. সাগর মিয়া (৩০)। সে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া তাঁতখানা গ্রামের মৃত মরম আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মো. সাগর মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাড়ি পাশের একটি টিউবওয়েল সংলগ্ন স্থানে নিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে সাগর মিয়া জোরপূর্বক ধর্ষণ করে।
নিকলী থানার ওসি মো. সামছুল আলম সিদ্দিকী জানান এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) থানায় মামলা হয়েছে। ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য রোববার কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে মামলার আসামি সাগর মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।
সূত্র: কিশোরগঞ্জ নিউজ