প্রচ্ছদ সাহিত্য ও সংস্কৃতি মানুষই স্রষ্টার পরিচয়
মানুষই স্রষ্টার পরিচয়
মোঃ আবদুস সালাম | ১০:৪৬ পূর্বাহ্ন, ২৭ আগস্ট, ২০২০
মোঃ আবদুস সালাম
কেউ শুনুক আর নাইবা শুনুক
নিত্য আমার চিত্তে চলে মানবতার সঙ্গীত
সর্বোত্তম সুন্দর সৃষ্টি, প্রভু রূপশ্রীর
সতত শুদ্ধ মনুষ্য প্রেমে আমি উন্মাদ অস্থির ।
এ মানুষই সকল সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব
গাত্র গুণভেদে নারী, পুরুষ আর ক্লীব
এ মানুষই, প্রভু প্রদত্ত জ্ঞানের মূলাধার ,
বেদ, বাইবেল, ত্রিপিটক যত গ্রন্থাগার
এ মানুষই কোরানের মস্তক জ্ঞান সম্ভার
এ মানুষই স্রষ্টার সুপ্ত গুপ্তভেদ ভান্ডার ।
কেউ চিনুক আর নাইবা চিনুক
আমি বিস্মিত আমি চমকিত
আমি চিত্তে চঞ্চলিত অধির ,
মানুষের বেশেই দানব অসুর পেত্নী, জ্বীন
এ মানুষেই যত হায়েনা শুকুন বদ কুলীন
আমি মনুষ্য প্রাণের সঞ্চিত ব্যথায়
পাথরে ঠুকে ঠুকে রঞ্জিত করি শির ।
আমি মৃত কংকালে কবিতা লিখি
আমি দিব্য জ্ঞানের কাব্য মাখি
আমি সাম্য শান্তির অমৃত সুধা বিলাই ,
আমি মনোভঙ্গ চাঙ্গা করি
আমি সর্ব মতে সেতু গড়ি
আমি হতাশার প্রাণে আশা জাগাই,
আমি মুক্তির দিশারীর পসারী বিশ্ব ধরিত্রীর ।
আমি বেদ বেদান্ত সর্ব ধর্ম শ্রাস্ত্র ভুলে
মানুষকে জানি শ্রেষ্ঠ জীবন্ত গ্রন্থ বলে
আমি ক্বাবার ক্বাবা মানুষকেই জানি ,
আমি ধর্ম জাতি বর্ণ ভেদ ভুলে
লজ্জা ভয় দুর্নাম সব পদদলে
আমি মানুষকে স্রষ্টার প্রতিচ্ছায়া মানি ।
এ কোন উন্মাদনায় মেতেছে মানুষ
মনুষ্য বোধ হারিয়ে নিদারুণ বেহুঁশ
সদা মানুষের খুন মাখে স্রষ্টার গায় ,
ওরা নয় কোন নবী-রসুল অবতারের অনুচর
ওরা দু'পায়ী জন্তু, ইবলিসের গুপ্ত সহচর
যেন হিংস্র জানোয়ার বন্দি মনুষ্যখাচাঁয় ।
কেউ মানুক আর নাইবা মানুক
আমি নিত্য সত্য-শুদ্ধ মানুষের গান গাই ,
এ মানুষই স্রষ্টার পরিচয় প্রকাশ
এ মানুষই সুপ্ত প্রভুর দীপ্ত বিকাশ
এ মানুষের মাঝেই আমি স্রষ্টাকে খোঁজে পাই।