প্রচ্ছদ কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদ কার্যালয় উদ্বোধন
কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদ কার্যালয় উদ্বোধন
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৯:২৫ অপরাহ্ন, ১৫ জুন, ২০২০
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের নামে কিশোরগঞ্জে স্মৃতি সংসদ গঠন করা হয়েছে।
সোমবার সদর উপজেলার হাজারাদি এলাকায় জালাল মিয়ার সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সিরাজুল ইসলাম সাত্তারকে সভাপতি ও অজয় চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট সদর উপজেলা শাখা গঠন করা হয়।
পরে হাজারাদি এলাকায় সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার। আলোচনা শেষে স্মৃতি সংসদের সাইনবোর্ড স্থাপন করেন অতিথিরা। অনুষ্ঠানে স্মৃতি সংসদের পক্ষ থেকে করোনায় কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।