কটিয়াদীতে ঐতিহাসিক ঘোড় দৌড়
মাহমুদ কামাল | ৯:০৫ অপরাহ্ন, ১২ জানুয়ারী, ২০২২
মাহমুদ কামাল: কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে পাঁচগাতিয়া চেয়ারম্যান মোড় সংলগ্ন বার নাইল্যার মাঠে এক ঘোড় দৌড়ের আয়োজন করা হয়।
প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতিতে উক্ত ঘোড় দৌড়ে সভাপতিত্ব করেন নব নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান (মতি)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী -পাকুন্দিয়া ২ আসনের এমপি নুর মোহাম্মদ।
ঘোড় দৌড়ে ২৬টি ঘোড়া অংশ গ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে টাঙ্গাইলের আবুল হোসেনের ঘোড়া এবং দ্বিতীয় স্থান অধিকার করে টাঙ্গাইলের (ভাসাইল) এর উসমানের ঘোড়া।
নব নির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান (মতি) গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে নির্বাচন করে বিপুল ভোটে জয় লাভ করেন। এতে এলাকাবাসী উৎসাহী হয়ে এই ঘোড় দৌড়ের আয়োজন করে।