ইটনায় সংঘর্ষে নিহত ১, আহত ১৭
নিউজ ডেস্ক | ১:২৯ অপরাহ্ন, ২১ জুন, ২০২০
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নুরু উদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।
রোববার (২১ জুন) সকালে ইটনা উপজেলায় মৃগা ইউনিয়নের আমিরগঞ্জে এ ঘটনা ঘটে।
নিহত নুরু উদ্দিন একই ইউনিয়নের গেন্ডামারা শান্তিপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সকালে সাহাব উদ্দিন ও মোনায়েম খাঁ এ দুই পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির পর্যায়ে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় সাহাব উদ্দিনের ভাতিজা নুরু উদ্দিনের পেটে বল্লম বিদ্ধ হলে ঘটনাস্থলেই নুরু উদ্দিন মারা যায়। এ ঘটনায় উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান (বিপিএম) জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোনায়েন করা হয়েছে।
সূত্র: হাওর বাংলা