বাড়তি দামে পণ্য বিক্রি: ইটনায় ২৩ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা
নিউজ ডেস্ক | ১০:৩৫ পূর্বাহ্ন, ২১ মার্চ, ২০২০
কিশোরগঞ্জের ইটনায় বাড়তি দামে পণ্য বিক্রি করায় ২৩ ব্যবসায়ীকে মোট ৫২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) ইটনা বাজারে ভোক্তা অধিকার আইন ও কৃষি বিপনন আইনে এই জরিমানা করা হয়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে এদিন বাজার মনিটরিং এর অংশ হিসেবে ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা আক্তার ও ইটনার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর নেতৃত্বে ইটনা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় বাড়তি দামে পণ্য বিক্রি করায় ২৩ ব্যবসায়ীকে মোট ৫২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।
ইটনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাফিসা আক্তার ও ইটনার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি অব্যাহত থাকবে।
-কিশোরগঞ্জ নিউজ