হোসেনপুরের মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সালাম আর নেই
নিউজ ডেস্ক | ৯:১২ অপরাহ্ন, ১১ জুন, ২০২০
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সালাম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে নয়টায় উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধুলজুরি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি গভীর শোক প্রকাশ করেছেন।
সূত্র: কিশোরগঞ্জ নিউজ