ভাটির রানি ফ্যাশনে মেম্বারশীপ কার্ডে পাচ্ছেন ৫% ডিসকাউন্ট
নিউজ ডেস্ক | ৯:১৭ পূর্বাহ্ন, ২০ নভেম্বর, ২০২০
নিউজ ডেস্ক: ক্রেতাদের জন্য আরো অধিক সুবিধা প্রদান এবং অধিকতর প্রচারের জন্য ভাটির রানি ফ্যাশন হাউস চালু করেছে মেম্বারশীপ কার্ড। এখন থেকে ভাটির রানি ফ্যাশন হাউসে যেকোন একটি পণ্য কিনলেই পাওয়া যাবে একটি মেম্বারশীপ কার্ড। এই মেম্বারশীপ কার্ড দিয়ে সারাবছর সকল ধরণের পণ্য কেনা যাবে ৫% ডিসকাউন্টে। ভাটির রানি ফ্যাশন হাউসের ম্যানেজার আশরাফুল আলম জানান মেম্বারশীপ কার্ডের বিষয়টি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। ক্রেতারা অষ্টগ্রামের মাটিতে নতুন এ সেবাটি পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত। ভাটির রানি ফ্যাশন হাউসের ঠিকানা: সৌরভ কমপ্লেক্স, নীচতলা, দোকান-১, অষ্টগ্রাম ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে।