ভাটির রানি ফ্যাশন হাউজের র্যাফেল-ড্র’র পুরস্কার পেলেন ৬ জন
নিউজ ডেস্ক | ৮:২১ অপরাহ্ন, ৬ অক্টোবর, ২০২০
নিউজ ডেস্ক: ভাটির রানি ফ্যাশন হাউজের র্যাফেল-ড্র’র পুরস্কার পেয়েছেন ছয়জন ক্রেতা। এছাড়া আরো দুইজন ক্রেতাকে দেয়া হয়েছে বিশেষ পুরস্কার। পূর্ব ঘোষণা অনুযায়ী ভাটির রানি ফ্যাশন হাউজ উদ্বোধনের প্রথম এক সপ্তাহের কেনাকাটার জন্য তিনজনকে এবং প্রতি মাসের কেনাকাটার জন্য সেপ্টেম্বর মাসে তিনজন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়েছে। গত শনিবার ভাটির রানি ফ্যাশন হাউজের পরিচালক গোলাম রসূল ও ম্যানেজার আশরাফুল আলম বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন। ভাটির রানি ফ্যাশন হাউজের ম্যানেজার আশরাফুল আলম জানান ক্রেতাদের একটু বাড়তি সুবিধা দেয়ার জন্য প্রতি মাসেই এ র্যাফেল-ড্র’র পুরস্কার প্রদান করা হবে।