Warning: Undefined variable $ub in /home/vatirrani/public_html/includes/st.function.php on line 844

Warning: Undefined variable $ub in /home/vatirrani/public_html/includes/st.function.php on line 856
সুদানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
শনিবার, ২৭ জুলাই ২০২৪
 
vatirrani News

প্রচ্ছদ প্রবাস জীবন সুদানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সুদানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক | ৬:৫৬ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি, ২০২১

1613912203.jpg

নিউজ ডেস্ক: সুদানের দারফুরে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (ব্যানএফপিইউ) উদ্যোগে ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দারফুরের এলফেশার শহরের আল কিইদা গার্লস স্কুলে শিক্ষার্থীদের মাঝে মুজিব বর্ষের লগো সম্বলিত আট শতাধিক শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উনামিডের পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্না। বিশেষ অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোনা বাদুই আব্দেল, উত্তর দারফুরের লিয়াজো অফিসার কর্নেল আমির ও ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম।

উনামিড পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্নাহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘বাঙালি এমন এক জাতি যারা নিজ ভাষার জন্য জীবন দান করেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের একটি ইউনিট শান্তিরক্ষা মিশনে এসে শান্তিরক্ষা প্রতিষ্ঠার পাশাপাশি স্থানীয় বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী প্রদান করছে যা বাংলাদেরে ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করেছে।’

শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ প্রদানের জন্য বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়ে আল কিইদা গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, ‘এই শিক্ষা সামগ্রীগুলো শিক্ষার্থীদের খুবই প্রয়োজন ছিল। এর ফলে সুদান ও বাংলাদেশের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধি পাবে।’

ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম তাঁর সূচনা বক্তব্যে মহান ভাষা দিবসের উপর সংক্ষিপ্ত ধারনা প্রদান করেন।

তিনি বলেন, ‘আমরা মিশন এরিয়াতে ইতোমধ্যে দারফুরের নিয়ালা বিশ্ববিদ্যালয় ও খার্তুম বিশ্ববিদ্যালয়ে জাতির পিতাকে পরিচিতি করার উদ্দেশ্যে শতাধিক বই প্রদান করি এবং ৪টি স্কুলে নানা ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করি।’

বাংলাদেশ ফর্মড পুলিশের অপারেসনস অফিসার হিসেবে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া পিপিএম জানান, ‘বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট সুদানের যুদ্ধ বিদ্ধস্ত প্রদেশ দারফুরে শান্তি রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে। এর আগে এই বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ ফর্মড পুলিশের উদ্যোগে শহীদ মিনার স্থাপন করা হয় যা সুদানের ইতিহাসে প্রথম।’

এই শহীদ মিনারে আজ (২১ ফেব্রুয়ারি) উনামিড মিশনের পুলিশ চিফ অফ স্টাফ, স্কুলের শিক্ষকবৃন্দ ও বাংলাদেশ ফর্মড পুলিশের সদস্যগণ ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM