বর্ধমানপাড়া হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি তৌফিক
বিশেষ প্রতিনিধি | ১০:০৭ অপরাহ্ন, ১৬ ডিসেম্বর, ২০২০
বিশেষ প্রতিনিধি: বর্ধমানপাড়া হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধন করেছেন হাওর উন্নয়নের রুপকার সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক। বুধবার অষ্টগ্রামের বর্ধমানপাড়ার মদিনা মার্কেট সংলগ্ন এ হাফেজিয়া মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল আলম, রোটারি ডিগ্রি কলেজর প্রিন্সিপাল মোজতবা আরিফ খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এফ মাসুক নাজিম, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমল, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা, সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ফারুক আহমেদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্যবসায়ী এম এ আজিজ মাহমুদ প্রমুখ।